নিজস্ব প্রতিনিধি , টোকিও – গত আগস্ট মাসে শেষ সপ্তাহে বছরের স্যান্টার্ড ম্যাপ প্রকাশ করেছিল চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স। যেখানে অরুণাচল প্রদেশ সহ আকসাই চীনকে নিজেদের বলে দাবি করে চীন। এমনকি অরুণাচল প্রদেশের নতুন নামকরণও করেছে চীন। এই বিতর্কের মধ্যেই এবার ভারতের পাশে দাঁড়িয়ে চীনের এই আগ্রাসন নীতির তীব্র বিরোধিতা করেছিল ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান। এবার সেই বিতর্কিত মানচিত্রের তীব্র বিরোধিতা করল জাপানও। শুধু তাই নয় , চীনের অন্যতম বন্ধু রাশিয়াও এবার ভারতের পাশে দাঁড়িয়েছে।
এদিন জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন , বেজিংয়ের এই বিতর্কিত মানচিত্র ব্যান করার ডাক দিচ্ছে টোকিও। মানুষের জীবন, সম্পত্তি, দেশের ভূমি কেউ কোনও দিন নিজের বলে দাবি করতে পারে না। যদিও জাপানের দাবি মানতে নারাজ চীনের বিদেশমন্ত্রক। একইসঙ্গে চীনের বন্ধু রাশিয়াও দাবি করেছে , তাদের সঙ্গেও সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে চীনের। জি-২০ সম্মেলনের আগে চীনের বিপক্ষে যাচ্ছে বহু দেশ। স্বাভাবিক ভাবেই এই নিয়ে নয়া চাপের সম্মুখীন হচ্ছে চীন।
উল্লেখ্য , সম্প্রতি প্রকাশিত চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখন্ড রয়েছে চীনের দখলে। পাশাপাশি গোটা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেজিং। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলেছে চীন।