নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গান্ধী জয়ন্তীর দিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চাই রাজ্যের শাসক দল। আর ফের তারই অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল। যদিও এর আগেও শাসক শিবিরের পক্ষ থেকে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল কিন্তু দিল্লি পুলিশ তাতে না করে দিয়েছেন।
আগামী ২ অক্টোবর দিল্লিতে যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চাই তৃণমূল। এর জন্য ২৩ আগস্ট পুলিশের কাছে অনুমতি চেয়ে করা হয়েছিল আবেদন। যদিও তৃণমূলের কর্মসূচির অনুমতি আগেই নাকচ করেছিল দিল্লি পুলিশ। ২৮ আগস্ট দিল্লি পুলিশ একটি চিঠি পাঠিয়ে জানিয়ে দেই , এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে আরও আগে আবেদন করতে হতো।
তাই পুনরায় আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের। ফের আগামী ২ অক্টোবর দিল্লিতে দলীয় কর্মসূচি করতে চেয়ে চিঠি বাংলার শাসকদলের। তবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। স্বভাবতই, পুলিশের অনুমতি না দেওয়ার নেপথ্যে বিজেপির ‘ষড়যন্ত্র’ দেখছে তৃণমূলের শিবির।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এর আগে ২৩ অগাস্ট তৃণমূলের তরফে ওই কর্মসূচির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে আঠাশ তারিখ দিল্লি পুলিশ সেই আবেদন নাকচ করে দেয়। এবার ফের একবার তৃণমূলের তরফে দলের কর্মসূচির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হল দিল্লি পুলিশকে’।