23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নেতাজির নামে শপথ করে বলছি এর শেষ দেখে ছাড়ব , এবার মুখ্যমন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি রাজ্যপালের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের সংঘাত তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের বাইরে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বৃহস্পতিবার তার পাল্টা জবাব দিলেন রাজ্যপাল বোস। ভিডিয়ো বার্তায় মমতার ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ কার্যত গ্রহণ করে নিয়েছেন রাজ্যপাল।

    বৃহস্পতিবার অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে বাংলায় বিবৃতি দিয়ে রাজ্যপাল জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলি হিংসা মুক্ত দুর্নীতিমুক্ত করা অত্যন্ত প্রয়োজন। আমি উপাচার্য। আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলি ভারতে সেরা হোক। আমার মতে এটা সম্ভব। কারণ আমাদের রাজ্যে মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন, গুণী অধ্যাপকরা রয়েছেন। রাজ্য সরকার যেভাবে উপাচার্য নিয়োগ করেছিল, তাকে বেআইনি বলেছে সুপ্রিম কোর্ট। এই অবস্থায় আচার্য হিসাবে আমাকে অন্তবর্তী উপাচার্য নিয়োগ করতে হয়েছে। শিক্ষা দফতর বলল এটা ভুল। হাইকোর্ট বলল ঠিক’।

    এর পরই তিনি বলেন, ‘আপনারা জানতে চাইবেন, কেন সরকারের মনোনীত উপাচার্য নিয়োগ করতে পারিনি। তার কারণ হল, তাদের মধ্যে কেউ ছিল দুর্নীতিপরায়ণ, কেউ ছাত্রীর শ্লীলতাহানি করেছে, কেউ রাজনৈতিক খেলা খেলছিল। এখন আপনারাই বলুন বিশ্ববিদ্যালয়ে কি এমন অন্তবর্তী উপাচার্য থাকা উচিত যিনি দুর্নীতি করবেন, বা ছাত্রীদের শ্লীলতাহানি করতে পারেন’।

    এদিকে রাজ্যপাল যেই সকল অন্তবর্তী উপাচার্য পদে নিয়োগ করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘কেন তারা ইস্তফা দিয়েছেন জানেন? শিক্ষা দফতরের আমলারা তাদের হুমকি দিয়েছেন ইস্তফা দেওয়ার জন্য। বাংলায় শিক্ষা সন্ত্রাস চলছে। ওই উপাচার্যরা গোপনীয়তার সঙ্গে আমাকে এটা জানিয়েছেন। নেতাজির নামে শপথ করে বলছি এর শেষ দেখে ছাড়ব। বাংলায় এসেছি ভাল কিছু কাজ করার জন্য। এই দুর্নীতি আমি বরদাস্ত করব না।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img