নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর- রাজ্যে ফের পথ দুর্ঘটনার বলি দুই। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ সিভিক কর্মীর ও ১ এন ভি এফ কর্মীর। এদিন সুপ্রিম কারখানার কাছে একটি কন্টেইনার ধাক্কা মারে পুলিশ ভ্যানে। আর তাতেই মৃত্যু হয় ওই দুই পুলিশ কর্মীর। আহত হয়েছে আরো ৪ জন। তাদের ইতিমধ্যেই খড়গপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সড়কে পেট্রোলিং করার সময় পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের সুপ্রিম কারখানার কাছে একটি বড়ো কন্টেইনার ধাক্কা মারে পুলিশ ভ্যানে। এই ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে যায় পুলিশ ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় ১ সিভিক ভলেন্টিয়ার ও ১ এন ভি এফ কর্মীর। আহত হয়েছেন ৪ পুলিশ কর্মী। স্বভাবতই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের ইতিমধ্যেই খড়গপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, বুধবার রাতে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে নদীয়ার নবদ্বীপ থানার গৌরাঙ্গ সেতু সংলগ্ন পুরনো টোল গেট এলাকায়। ঘটনায় দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যেই জখমদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
সূত্রের খবর, পাঠ বোঝাই বেথুয়াডহরি থেকে কলকাতা গামী একটি ৬ চাকার লরি দ্রুত গতিতে ছুটে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে এক মহিলা সহ ৩ জন বাইকে করে আসছিল। এই সময় হঠাৎ লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাদের। অন্যদিকে লরি চালক সহ খালাসীকে আটক করে পুলিশ।