23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    গন্তব্যে যাওয়ার আগেই কাজ শুরু , একযোগে পৃথিবী-চাঁদের সঙ্গে সেলফি পাঠাল আদিত্য

    নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু – চন্দ্রযান-৩ এর পর গত শনিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আদিত্য-এল১-র সফল উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যার ওজন ১ হাজার ৪৮০ কেজি। এই প্রথমবার সূর্য অভিযানের উদ্যেশে মহাকাশ যান পাঠিয়েছে ইসরো। সফল উৎক্ষেপণের পর পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করতেই নিজের কাজ করতে শুরু করে দিয়েছে আদিত্য-এল১। এদিন একযোগে পৃথিবী ও চাঁদের ছবি পাঠাল আদিত্য।

    ইসরোর পক্ষ থেকে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ট্যুইট করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে , চাঁদ ও পৃথিবীর সঙ্গে সেলফি তুলেছে আদিত্য। বর্তমানে পৃথিবীর নতুন ২৪৫X২২৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে আদিত্য। আগামী ১০ই সেপ্টেম্বর রাত আড়াইটে নাগাদ তৃতীয় পরীক্ষা হবে আদিত্যর। তবে সূর্যের কক্ষপথে গেলেও প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে থেকে সূর্যের উপর পরীক্ষা চালাবে আদিত্য।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img