23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ফের এজেসি বোস রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের, চাঞ্চল্য স্কুল চত্বরে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ফের চাঞ্চল্য ফের এজেসি বোস রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুলে। ছাত্রছাত্রীদের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন না হওয়ায় বৃহস্পতিবার স্কুলের সামনে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। পুলিশ আধিকারিকের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েন অভিভাবকরা। সব মিলিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে।

    সূত্রের খবর, বৃহস্পতিবার এজেসি বোস রোডের সেন্ট অগাস্টিন ডে স্কুলে বেশ কিছু অভিযোগ নিয়ে বহু অভিভাবকরা স্কুলে উপস্থিত হন। তাদের দাবি, ১৫ সেপ্টেম্বর দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা রেজিস্ট্রেশনের শেষ দিন বলা হলেও স্কুলের তরফে কোনো পদক্ষেপ নেয়নি। গত বছরেও স্কুলের অনুমোদন সংক্রান্ত সমস্যার কারনে অন্য স্কুল থেকে বোর্ড পরীক্ষা দিয়েছিল এই স্কুলের পড়ুয়ারা। এবারেও তার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। এই অভিযোগেই এদিন বিক্ষোভে সামিল হন অভিভাবকরা।

    এক অভিভাবক অভিযোগ করেন, আমার মেয়ে এই স্কুলে ১৩ বছর ধরে পড়াশোনা করছে। প্রতি বছর বিশাল টাকার বিনিময়ে এই স্কুলে ভর্তি করাতে হয়। কিন্তু এখনও পর্যন্ত এই স্কুল তার অনুমোদন সংক্রান্ত সমস্যা মেটাতে পারল না। গত বছর এই সমস্যার জেরে এই স্কুলের পড়ুয়াদের অন্য স্কুল থেকে বোর্ড পরীক্ষা দেওয়ানো হয়। প্রতি বছর তো এটা চলতে পারে না। তাই এবছর আগে ভাগেই জবাব দিতে হবে স্কুলকে। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই ভাবে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে না স্কুল কর্তৃপক্ষ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img