23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘রাজ্যপাল আমাদের প্রশংসা করেছেন’, পশ্চিমবঙ্গ দিবস ইস্যুতে জানালেন শুভেন্দু অধিকারী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতাপশ্চিমবঙ্গ দিবস কোন দিন হবে? ২০ জুন নাকি পয়লা বৈশাখ এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আবার এদিন বিধানসভাতেও একই চিত্র। রীতিমত হইহই কান্ড। বৃহস্পতিবার রাজ্যের তরফে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস করার প্রস্তাব পেশ হয়। অন্যদিকে বিজেপি ও আইএসএফ এর তীব্র বিরোধিতা করে। বিধানসভা থেকে বেরিয়ে এসে সেই একই সুর শোনা গেল শুভেন্দুর গলায়। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে বিরোধিতা নিয়ে রাজ্যপালের সমর্থন পেয়েছেন বলেছেন জানালেন তিনি।

    এদিন বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমরা রাজ্যপালকে একটি বিবৃতি পাঠিয়েছি। তিনিও প্রত্তুতর করেছেন। তিনি যতটুকু দেখেছেন তাতে আমাদের সমর্থন করেছেন। রাজ্যপাল বলেছেন রাষ্ট্রপতিকে অমর্যাদা করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। তাই মু্খ্যমন্ত্রী বা তার দলের লোক কেউ কিছু করতে পারবে না।”

    পাশাপাশি তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল পাশ করেননি রাজ্যপাল। এবারেও করবেন না। আমরা রাজ্যপালকে অনুরোধ করবো। শুভেন্দুর সংযোজন, “ভারতের সংবিধানের প্রধান রাষ্ট্রপতি টুইট করে বলেছেন ২০জুন পশ্চিমবঙ্গ দিবস করার কথা। তার কথাকে কিভাবে অমান্য করতে পারে মুখ্যমন্ত্রী। তিনি রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন।”

    শুধু সাংবাদিকদের সামনেই নয়। বিধানসভাতেও একই কথা বলেন শুভেন্দু। বলেন, “এই প্রস্তাবের পরিণতি যা পশ্চিমবঙ্গের ‘বাংলা’ নাম নিয়ে যা হয়েছিল, তাই হবে। সিবিআই ইডি নিয়ে বিলের যা পরিণতি হয়েছিল তাই হবে। আমরা রাজভবনে যাচ্ছি বলতে যাতে এই প্রস্তাবের অনুমোদন তিনি না দেন। প্রধানমন্ত্রীকে আমরা লিখব, ২০ জুন তারিখ যেন বাঙালি হিন্দুদের দিন বলে মান্যতা দেওয়া হয়।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img