নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বিজেপির ইশারায় কাজ করছেন রাজ্যপাল। এই অভিযোগ দীর্ঘদিনের। বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেন সেই অভিযোগেই সিলমোহর দিলেন। একপ্রকার হুঁশিয়ারির সুরে বলে দিলেন বাংলা দিবস নিয়ে যে প্রস্তাব বিধানসভায় সরকার পেশ করেছে, সেই প্রস্তাবে রাজ্যপালকে সই করতে দেবেন না।
একই সাথে বাংলার রাজ্য গান হিসাবে বেছে নেওয়া হয়েছে কবিগুরুর লেখা ‘বাংলার মাটি-বাংলার জল…’ গানটিকে। বৃহস্পতিবারই বিধানসভায় এই প্রস্তাব পেশ করেছে রাজ্য সরকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনাও হয়েছে বিধানসভায়। যেহেতু শাসকদল বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, তাই এই প্রস্তাব অনায়াসে পাশ হয়ে যায়, তবে এই বিল পাশ হওয়ার আগে রাজ্যকে একহাত নেন বিরোধী দলনেতা। বলেন, “এটা পাশ হবে না। রাজ্য পরিষদ ও বাংলা নাম ইত্যাদির মতোই হবে”। এমন কি মুখ্যমন্ত্রীকে ‘পাগল’ বলেও কটাক্ষ করেন তিনি।
অন্যদিকে, বৃহস্পতিবার ‘বাংলা দিবস’ নিয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করেছে রাজ্য সরকার। সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি ‘বাংলা দিবস’ পালন করতে হবে ২০ জুনই। সেই দাবিতে এদিন বিধানসভায় রীতিমতো হট্টগোল বাঁধান বিরোধী দলনেতা। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঞ্জাবির উপর একটি গেঞ্জি পরে এসেছিলেন। তাঁর গেঞ্জিতে লেখা ছিল, ‘২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। পাঞ্জাবির পিছনে রাজ্যের ম্যাপ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও ছিল।” তবে সেই পোশাক নিয়েও হইহট্টগোল বাঁধে।