নিজস্ব প্রতিনিধি , মুম্বই – একদেশ এক নির্বাচন নিয়ে চলতি মাসে বিশেষ অধিবেশন ডেকেছেন কেন্দ্রীয় সরকার। চলতি অধিবেশনেই দেশের নাম ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’ করা হচ্ছে। এটা নিয়ে বিরোধী পক্ষরা অনেক অভিযোগ জানিয়েছেন। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সেলিব্রেটিরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এরই মাঝে অক্ষয় কুমার নিজের ছবির নাম বদলে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ‘ ছবির নাম বদলে এবার সেটি ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ করলেন।
নেটিজেনদের একাংশ বলেছেন,” বলিউড নাকি বিজেপির দালাল হয়ে যাচ্ছে”। বিগ বি থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত। আগেও বহুবার কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। তাহলে কি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হওয়ায় এমন সিদ্ধান্ত অক্ষয়ের?
গল্পটি তৈরি ১৯৮৯ সালের পশ্চিমবঙ্গের এক ভয়াবহ রাত নিয়ে। ১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লাখনিতে কাজ করতে করতে হঠাৎই আটকে পড়েন শ্রমিকরা। তাদের সকলকে উদ্ধার করেছিলেন যশবন্ত সিং গিল। তারই চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। প্রথমে এই ছবির নামকরণ হয়েছিল ‘ক্য়াপসুল গিল’ নামে। পরে সেটি বদলে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ করা হয়েছিল। আর এখন আবার পাকাপাকিভাবে নাম বদলে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ করা হয়। ছবির মোশন ভিডিও পোস্ট করে অক্ষয় কুমার ক্যাপশনে লিখেছেন,” ১৯৮৯ সালে একজন মানুষ অসাধ্য সাধন করলেন! ৬ই অক্টোবর সিনেমা হলে #MissionRaniganj-এর সঙ্গে ভারতের সত্যিকারের নায়কের গল্প দেখুন”।
এছাড়া ছবিতে অভিনয় করেছেন পরিণীতা চোপড়া,পবন মালহোত্রা, কুমুদ মিশ্র, রাজেশ শর্মা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। রুস্তম খ্যত টিনু সুরেশ দেশাই পরিচালনায় তৈরি এই ছবি আগামী ৬ই অক্টোবর মুক্তি পাবে। প্রযোজনা করেছেন দীপশিখা দেশমুখ, বাশু ভাগনানি ও জ্যাকি ভাগনানি।