নিজস্ব প্রতিনিধি , কলকাতা – একদিনের জন্য নিরিবিলি কোন স্থানে ঘুরতে যাবেন বলে ঠিক করছেন বা ভাবছেন। আবার ভাবছেন সবই তো অনেক তো দূর দূর। ট্রেন বা বাস জার্নি করে অনেকটাই রাস্তা। না না তেমন আর একদমই ভাববেন না। আমরা আপনাকে খোঁজ দেব এমনই এক জায়গার যেখানে খুব সহজেই এবং কম সময়ে পৌঁছে যেতে পারবেন। আসুন দেরি না করে জেনে নিই সেই জায়গার নাম।
‘টাকি‘ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও প্রাচীন পৌরসভা এলাকা। ১৮৬৯ সালে টাকি পুরসভার প্রতিষ্ঠা হয়। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী টাকিতে বসতি স্থাপন করেন।
আসুন এবার জেনে নিই কিভাবে এই জায়গায় পৌঁছাবেন। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশনে নামতে হবে। শিয়ালদহ থেকে সকল ৬.২২, ৭.৪০, ৪.২০ এবং ৯.২২ এর ট্রেন পাবেন। ভাড়া মাত্র ২০ টাকা এবং যেতে সময় লাগবে ২ ঘণ্টা। স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যাবেন টাকি রাজবাড়ি ঘাট যাওয়ার জন্য। এছাড়াও আপনারা আপনাদের প্রাইভেট গাড়ি করেও আসতে পারেন। গাড়ি রাখার ব্যবস্থাও আছে। পুরোটা টাকি ঘোরার জন্য আপনারা টোটো বুক করতে পারেন ৮০০ টাকার প্যাকেজ।
ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই টাকি শহর। ইছামতি নদী, কালিন্দী নদী ও বিদ্যাধরীর মোহনা এখানে। এছাড়াও ভ্রমণ করতে পারবেন ইছামতি নদীতে নৌকা করে। বর্ষার সময় আরো অপরূপ লাগবে নদী। ম্যানগ্রোভ অরণ্যবৃত মিনি সুন্দরবন দেখতে পাবেন। ৪০০ বছরের পুরনো রাজবাড়ী, জোড়া শিব মন্দির আরও অনেক কিছুই।
এখানে আপনারা সকালে এসে বিকালে ফিরে যেতে পারেন। আবার যদি মনে হয় রাতে থাকবেন। তার জন্য এখানে একাধিক হোটেল আছে সমস্ত রেঞ্জের। তাহলে দেরি না করে শনিবার হাফটাইম কাজ কমপ্লিট করে পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে বেরিয়ে পড়ুন এই ডেস্টিনেশন এর উদ্দেশ্যে।