23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    লড়াই শেষে বিকেলে বাংলাদেশেও মুক্তি পেল জাওয়ান , পাল্টা হুঁশিয়ারি সুজন মাঝির

    নিজস্ব প্রতিনিধি , ঢাকা – তীব্র শোরগোলের মধ্যে আজ গোটা বিশ্বে মুক্তি পেয়েছে কিং খান অভিনীত ‘জাওয়ান’। ভারত তথা গোটা বিশ্ব ‘জাওয়ান‘ জ্বরে কাঁপছে। তবে সেন্সরের জন্য বাংলাদেশে ছবি মুক্তি হয়নি আজ সকালে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সেন্সর স্ক্রিনিং হয়। তারপরই সেন্সর ছাড়পত্র পেয়ে যায় ‘জাওয়ান’ সিনেমা। সন্ধ্যে থেকেই শুরু হয়েছে বাংলাদেশে প্রথম শো।

    বাংলাদেশের ডিস্ট্রিবিউটর অনন্য মামুন জানান,”সেন্সরের ছাড়পত্রের জন্যই অপেক্ষায় ছিলাম। মাল্টিপ্লেক্সে আজকে থেকেই রিলিজ করছে। সন্ধ্যা ৬টায় প্রথম শো। সিঙ্গল স্ক্রিনগুলোতে আগামীকাল থেকে মুক্তি পাবে’। আট বছর পর হিন্দি ছবি ‘পাঠান’ দেখানোর ছাড়পত্র পায় বাংলাদেশ। গত মে মাসে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ভারতের মতোই অনেক টাকার ব্যবসা করেছিল সেই ছবি। তা নিয়ে বেশ বিরোধিতা হয়েছিল ওপার বাংলায়। তবে অনন্য মামুনের সংস্থা অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট কথা দিয়েছিল ‘জাওয়ান’ যেদিন ভারতে মুক্তি পাবে সেইদিনই বাংলাদেশেও মুক্তি পাবে।

    বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের একাংশ ‘পাঠান’ ছবির পাশাপাশি ‘জাওয়ান’ মুক্তির তীব্র বিরোধিতা করেছেন। এদিকে দেলোয়ার জাহান ঝন্টু‘র পরিচালনায় শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুজন মাঝি’। তিনি সরাসরি হুমকি দিয়ে বলছেন ‘জাওয়ান’ মুক্তি পেলে আন্দোলনে নামবেন তিনি।

    তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়ে অনন্য মামুনের সংস্থা জানান,”আমি এই বিরোধিতাকে সমর্থন করি না। কারণ মুক্ত বাজার অর্থনীতিতে সিনেমা যত চলবে সেটা অন্য সিনেমার পক্ষেও ততটাই ভালো। মানুষ হলে গিয়ে ‘জাওয়ান’ দেখলে অন্য ছবিও দেখবে”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img