নিজস্ব প্রতিনিধি, কলকাতা- মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ও শিল্পকলার প্রতি ঝোঁক সম্পর্কে কারোর অজানা নয়। ছবি আঁকা থেকে শুরু করে গানে সুর ও কথা দিতে তাকে বরাবরই দেখা গেছে। পুজোর আগে প্রতি বারই তাঁর গান মুক্তি পায়। এবারেও তার ব্যতিক্রম হলো না। প্রতিবছরের মতো এবারেও পুজোর আগে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া ৮টি গান। ইতিমধ্যেই ৬ টি গানের রেকর্ডিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই যে ৬ টি গানের রেকর্ডিং হয়েছে তার মধ্যে অন্যতম হল ‘শুভ জন্মদিন’ গান। সুতরাং পুজোর আগেই আমরা জন্মদিনের একটি নতুন গান পাচ্ছি তা বলাই বাহুল্য। হ্যাপি বার্থ ডে সং-র বদলে এই গান আগামীদিনে ঘরে ঘরে হয়তো এই বাজবে। আর অন্য দুটি গানের রেকর্ডিং এখনই হবে না। কারন সম্প্রতি মু্খ্যমন্ত্রীর স্পেন সফর রয়েছে। এই সফর থেকে ফেরার পরেই গান দুটির বাকি প্রক্রিয়া এগোবে। সব মিলিয়ে হয়তো মহালয়ের দিনেই মুক্তি পেতে চলেছে মু্খ্যমন্ত্রীর লেখা ও সুর করা আটটি গান।
জানা গেছে, মু্খ্যমন্ত্রীর প্রায় প্রতিটি গানের জন্মই নাকি হয় বিদেশ সফরের যাত্রার সময়কালের মধ্যে। এই যেমন ‘শুভ জন্মদিন’ গানটাও তো স্কটল্যান্ড সফরের সময় সৃষ্টি হয়েছিলো। শোনা যায়, মু্খ্যমন্ত্রী একবার স্কটল্যান্ড সফরে যাচ্ছিলেন। আর সেই সময়েই তৎকালীন মুখর সচিব মলয় দে’র জন্মদিন পরে যায়। তখনই মু্খ্যমন্ত্রী তাঁর জন্মদিনে লিখেছিলেন ওই গানটি। সুরও দিয়েছিলেন তিনি নিজে।