23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘পশ্চিমবঙ্গে সার্কাস চলছে’, উপাচার্যদের রাজভবনে ধর্না প্রসঙ্গে তোপ অধীরের

    নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- পশ্চিমবঙ্গ দিবস কি হবে পয়লা বৈশাখ নাকি থাকবে ২০ জুনই এই নিয়ে উত্তাল রাজ রাজনীতি। বিতর্কেরও শেষ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারোর সমর্থনের দরকার নেই। পশ্চিমবঙ্গ দিবস পালন হবে পয়লা বৈশাখকেই। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যপালকে এই বিল পাশ না করার জন্য অনুরোধ করবেন। এই আবহে দুপক্ষকেই কার্যত তুলোধোনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দাবি করলেন ‘পশ্চিমবঙ্গে সার্কাস চলছে’।

    সূত্রের খবর, বহরমপুরে শুক্রবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই বৈঠকেই কার্যত তিনি একের পর এক বিষয় নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন। এমনকি মু্খ্যমন্ত্রী ও রাজ্যপালকে ‘জোকার’ এর সঙ্গে তুলনা করতেও ছাড়লেন না।

    এদিন সাংবাদিক বৈঠকে উপাচার্যদের রাজ ভবনে ধর্না প্রসঙ্গে অধীরবাবু বলেন, “এর থেকে বড় সার্কাস আর বাংলায় হতে পারে না। পশ্চিমবঙ্গে এখন সার্কাস চলছে। রাজ্যপাল বিজেপি মুখপাত্রের মতো বক্তৃতা দিচ্ছেন। আর অন্যদিকে মু্খ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বলছেন। কিন্তু বিধানসভায় বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, একশো দিনের কাজ বন্ধ এইসব নিয়ে কোনো কথা নেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সার্কাস চলছে।” এখানেই শেষ নয়। রাজ্যপাল ও মু্খ্যমন্ত্রীকে একযোগে ‘জোকার’ এর সঙ্গেও তুলনা করলেন তিনি।

    পাশাপাশি এদিন অধীর চৌধুরী জি-২০ এর নৈশভোজের আমন্ত্রণ নিয়ে জানান, মু্খ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা শুনলাম। কিন্তু কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। আমিও বিরোধীদলের, তা সত্ত্বেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।

    ইন্ডিয়া জোট নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ইন্ডিয়া জোট রাজ্যের স্বার্থে নয়, দেশের স্বার্থে। জোটের ভোট দেশের পরিপ্রেক্ষিতে। দুটো মিলিয়ে ফেললে চলবে না। দুটি ব্যাপার সম্পূর্ণ আলাদা।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img