নিজস্ব প্রতিনিধি , দিল্লি – রাত পোহালেই রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। শুক্রবারই ভারতের মাটিতে পা রাখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এরমধ্যেই ইন্দ্রনেশিয়ার ঝড়তি সফর সেরে শুক্রবারই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে ফিরেই একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার সন্ধ্যায় ভারতে এসেচেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্রের খবর , জি-২০ সম্মেলনের মাঝেই মোট ১৫ টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। দ্বিপাক্ষিক বৈঠকের তালিকার রয়েছে চীন , রাশিয়া সহ আরও একাধিক দেশের প্রতিনিধিরা।
এছাড়াও জানা গেছে , আগামীকাল ব্রিটেন, জাপান, জার্মানি ও ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আগামী ১০ই সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কোমোরস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে রাষ্ট্রপতির নৈশভোজেও যোগ দেবেন দেশ-বিদেশের অতিথিরা।