নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ – রাত পোহালেই রাজধানী দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের আসর। তা ঘিরে গোটা ভারত জুড়ে সাজোসাজো রব। তবে এরমধ্যেই ফের দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়ে পড়লেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ। ফলে স্বাভাবিক ভাবেই আর জি-২০ সম্মেলনে যোগ দিতে পারছেন না স্পেনের প্রেসিডেন্ট। এদিন এই সংবাদ আসতেই বেশ কিছুটা মনমরা হয়ে পড়েছেন স্পেনের প্রেসিডেন্ট।
এদিন স্পেনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ‘ খুবই দুঃখের সংবাদ। আজকে দুপুরেই আমি জানতে পেরেছি যে আমি করোনা পজিটিভ। তাই আজ দিল্লিতে গিয়ে আর জি-২০ সম্মেলনে যোগ দিতে পারব না। তবে বর্তমানে আমি ভাল আছি। ঘরেই নিভৃতবাসে আছি। আমি দেশে পড়ে থাকলেও অন্যতম বন্ধু রাষ্ট্র ভারতে যেতে না পেরে আমি দুঃখিত। তবে আমার পরিবর্তে জি-২০ সম্মেলনে স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো, বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রী’।
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না। তাছাড়া বাকি সমস্ত সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা একে একে ভারতে আসছেন। ইতিমধ্যেই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আমেরিকার প্রেসিডেন্ট।