23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অসাংবিধানিক ভাবে নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল , রাজভবনের সামনে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

    অসাংবিধানিকভাবে নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বেশ কয়েক দিন ধরেই রাজ্য রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই এবার রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি শুরু করলেন প্রাক্তন উপাচার্যরা। আজ রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা।

    রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। দেখব রাজ্যপাল কীভাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেন।’ এরপরেই হুঁশিয়ারি দিয়েই মমতা বলেছিলেন, ‘দরকার হলে আমি রাজভবনের সামনে ধর্না দেব। শিক্ষাব্যবস্থাকে আমি ধ্বংস হতে দেব না।’

    আর এরপরেই আজকে রাজ্যপালের বিরুদ্ধে শিক্ষার প্রতি অরাজকতা করার অভিযোগ এনে এদিন রাজভোবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এডুকেশনিস্ট ফোরামের প্রাক্তন উপাচার্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত হন ওমপ্রকাশ মিশ্র, সুবোধ সরকার, শিবাজী প্রতিম বসু, গৌতম পাল, অভীক মজুমদার, উদয়ন বন্দ্যোপাধ্যায়রা।

    এদিকে দ্য এডুকেশনিস্ট ফোরামের সদস্যদের অভিযোগ, ‘‌প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যের সঙ্গে অসহযোগিতা করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় নিয়ে পাশ হওয়া বিলেও সাক্ষর করছেন না। ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে অস্থিরতা। উচ্চশিক্ষা সংক্রান্ত পাস হওয়া বিল নিয়ে অসাংবিধানিক ভাবে নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img