23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ফের বাংলার জয়জয়কার, মাউন্ট ইউনামে পতাকা ওড়ালেন দুই বঙ্গ যুবক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি- হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার মাউন্ট ইউনাম জয় করলেন দুই বঙ্গ সন্তান। মালবাজারের সুদেব রায় এবং তার সঙ্গে ছিলেন তারকেশ্বরের যুবক জ্যোতির্ময় মাইতি। গত রবিবার পর্বতের চূড়ায় ওঠেন তাঁরা। আর বঙ্গসন্তানদের এই জয়ে উচ্ছসিত উত্তরবঙ্গ সহ গোটা বাংলা। আপাতত তাদের বরণ করার অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী।

    সূত্রের খবর, মালবাজারের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনির বাসিন্দা সুদেব রায়। বয়স ৩১। উত্তরবঙ্গ নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর সদস্য। পাশাপাশি তিনি মালবাজার মাউন্টেন এন্ড রানার্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। অন্যদিকে, বছর ৩০ এর তারকেশ্বরের যুবক জ্যোতির্ময় বীজপুর পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের সদস্য। দুজনেই পর্বতারোহণের লক্ষ্যে মিলিত হয়েছিলেন। আর এক সাথে হাতে হাত ধরে জয় করলেন হিমাচল প্রদেশের লাহুল উপত্যকার মাউন্ট ইউনাম।

    শুধু মাউন্ট ইউনাম নয়, গত ২৪ শে অগাস্ট সুদেব মাউন্ট সিনকুন পূর্ব (৬০৮১ মিটার ) পর্বত চূড়ায় পদার্পণ করেছিলেন। সেবারে তার সঙ্গী ছিলেন মালদার গনেশ সাহা। তবে এই উচ্চতার থেকেও বেশ খানিকটা বেশি উচ্চতা সম্পন্ন মাউন্ট ইউনাম (৬১১১ মিটার বা ২০,০৫০ ফুট) জয় করলেন সুদের।

    এই প্রসঙ্গে সুদেব রায় বলেন, “এই সফলতায় আমি খুব খুশি। আরো পর্বত আরোহণের নেশা বেড়ে গেল। ১ সেপ্টেম্বর ভরতপুরে পৌঁছেছিলাম। ২ সেপ্টেম্বর রাতে পর্বত চূড়ার লক্ষে রওনা দিয়ে রবিবার ভোরে পর্বত চূড়ায় উঠতে সক্ষম হয়েছি। ৫ সেপ্টেম্বর তারা মানালি বেস ক্যাম্পে ফিরে আসেন। আর এই পর্বত শৃঙ্গটি জয় করে ফিরে আসতে তাদের সময় লেগেছে ১০ ঘন্টা।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img