নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিউডের বেশ চর্চিত জুটি রাহুল প্রিয়াঙ্কা। ২০০৮ সালের হিট রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। বাংলা ইন্ডাস্ট্রির এই সিনেমার প্রেম কাহিনী ভক্তদের কাছে রীতিমত আলোড়ন ফেলেছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ সেটেতেই প্রেমে পড়েন রাহুল ও প্রিয়াঙ্কা। দুই বছর প্রেম করে ২০১০ সালে বিয়ে করেন তারা।
কিন্তু বিয়ের ১০ বছর পর ২০১৮ সালে তাদের ডিভোর্সের কথা শোনা যায়। ২০১৮ থেকে ২০২৩ ডিভোর্সের কেস চলে।তবে কিছুদিন যাবত শোনা যাচ্ছে তারা আবারও নাকি এক সঙ্গে থাকবেন সংসার শুরু করবেন। ২০২৩ সালে দোলের পর থেকে তাদের সম্পর্কের টানপোড়েন কমতে থাকে। তারপর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানায় তাদের ছেলে সহজের জন্য তারা নতুন করে সংসার শুরু করবেন।
তবে বিচ্ছেদের মাঝে দুজনের নামের সঙ্গে জড়িয়েছে একাধিক নাম।‘দেশের মাটি’ করার সময় রুকমার সঙ্গে নাম জড়ায় রাহুলের। কিছুদিন আগে রুকমার গালে চুমু খাচ্ছেন এমন একটি ছবি ভাইরালও হয়েছিল। তবে প্রতিবারই তারা দুজন জানান তাদের কোনো প্রেমের সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বন্ধু।
এক সাক্ষাৎকারে রুকমা জানান,”রাহুলদা আর প্রিয়াঙ্কার প্রথম যখন কথা হচ্ছে, তখন থেকেই ব্যাপারটা জানি। ও আমার খুব ভালো বন্ধু। আর বন্ধুর ভালো হলে আনন্দই তো হবে। রাহুলদার পাশে সবসময় আছি। ওরা দুজন সবসময় ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। আমি সত্যি খুশি”।
বর্তমানে রাহুলকে ‘হরগৌরী পাইস হোটেল’-এ অভিনয় করতে দেখা যাচ্ছে। প্রিয়াঙ্কা টলিউডের পাশাপাশি হিন্দিতেও কাজের কথা চলছে। অন্যদিকে ‘রূপসাগরে মনের মানুষ’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রুকমাকে।