নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পুজোর আর তো মাত্র কয়েকটা দিন। তাই সারা বছর খুব একটা রূপ চর্চা নিয়ে না ভাবলেও এই সময়টাকেই নিজেকে নিয়ে ভাবার মোক্ষম সময় বলে মনে করেন অনেকেই। চলে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ঝাঁ চকচকে করার চেষ্টা। তাই তো অনেকেই পার্লারে। আবার অনেকেই আছেন যারা মুখে কসমেটিকস ব্যবহারে ভয় পান। তবে রূপ চর্চার ষোলো আনা ইচ্ছে থাকে মনের মধ্যে। আর তাদের জন্যই বিশেষ করে আজকের এই প্রতিবেদন। কীভাবে ঘরোয়া উপায়ে পাবেন ঝাঁ চকচকে জেল্লাদার মুখ জেনে নিন-
১)গাজর ও মধু – যদি ত্বককে উজ্জ্বল করতে চান তাহলে গাজর আর মধু ব্যবহার করুন। ১ টি ছোট সাইজের গাজর গ্রেড করে নিয়ে তাতে ১ চামচ মধু মিশিয়ে নিন। এরপরে ওই মিশ্রনটি মুখে লাগিয়ে নিন। কমপক্ষে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১ দিন নিয়মিত এই প্যাকটি ব্যবহার করুন আর ফল পান হাতেনাতে।
২) আমন্ড আর ডিম – ৩-৪ টি আমন্ড গুঁড়ো করে নিন। এই গুঁড়ির মধ্যে একটি ডিম ফাটিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন। এরপর মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন অন্তত ১৫ মিনিট। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন নিয়ম করে এই ফেসপ্যাকটি ব্যবহার করুন।
৩) অ্যালোভেরা ও গ্লিসারিন – অ্যালোভেরা ও গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা তো সবার জানা। তাই এই উপকরণ দুটি বাদ দিলে কি হয়? এজন্য ১ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। মিশ্রনটি মুখে লাগিয়ে রেখে দিন সারারাত। সকালে অবশ্যই বাইরে বের হওয়ার আগে ফেসওয়াশ করে নেবেন। চটজলদি জেল্লাদার ত্বক পেতে এই ফেসপ্যাকটির জুড়ি মেলা ভার।
৪) বেসন ও দুধের সর– একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ দুধের সর মিশিয়ে দিন। একটু হলুদ গুঁড়োও দিতে পারেন। এবার ভালো করে মিশ্রনটি ফেঁটিয়ে নিন। এবার এই পেস্ট আপনার মুখে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
৫) চন্দন ও মুলতানি মাটি – একটি পাত্রে ১ টেবিল চামচ মুলতানি মাটি নিন। এর সঙ্গে হাফ চামচ চন্দনের গুঁড়ো মেশান। এরপর প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে দিন। এরপর ভালো করে মুখ ধুয়ে নিন।
উপরিউক্ত ফেসপ্যাকগুলি আপনাদের সাধারণভাবে জানানোর জন্য। যদি আপনার ত্বকের অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে তাহলে ব্যবহার না করাই ভালো। বেশি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।