নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। কিন্তু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর কিছুদিনের অপেক্ষা। প্রায় সমস্ত জায়গায় প্যান্ডেল বানানো শেষের পথে। কোনদিন কোন জামা পড়বে বা কিভাবে সাজবে এইসব তো আছেই। তার সঙ্গে খাওয়া দাওয়া। বাদ যায়না সিনেমা দেখাও।
সেই জন্যই নতুন পরিকল্পনা করেছে নবীনা সিনেমা হল। নবীনা সিনেমা হলের কর্নধার নবীন চৌখানি জানিয়েছেন পুজোর সময় রাতেও সিনেমা হল খোলা থাকবে। আটশো সিটের সমারোহে তৈরি এই সিনেমা হল। জানা গেছে, ‘জাওয়ান’ শোয়ের চাহিদা দেখেই পুজোর সময়ে রাতে সিনেমা খুলে রাখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। তার জন্য এখন থেকেই আরো লোক নিয়োগ করা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয়।
চলতি বছরে পুজোয় মুক্তি পেতে চলেছে বাংলার চার চারটে সিনেমা। প্রথমেই সেই তালিকায় আছে দেবের ‘বাঘাযতীন’। অরুন রায়ের পরিচালনায় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবকে। তারপরে অরিন্দম শীল পরিচালিত কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’। সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ ও রয়েছে এই তালিকায়। যাতে অনির্বাণ প্রসেনজিৎ সহ আরো অন্যান্য তারকা। এছাড়াও শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় ‘রক্তবীজ’। অভিনয় করছেন মিমি ও আবীর। তাই নবীনা সিনেমা হল এবং সিনেমা নির্মাতাদের জন্য এই পরিকল্পনা লাভ জনক হবে বলেই জানা যাচ্ছে।