23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মুখ পুড়িয়ে কি লাভ হলো? ধূপগুড়ি নির্বাচনে জিতে বাম-কংগ্রেসকে এক যোগে তুলোধোনা ফিরহাদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ধূপগুড়িতে ‘লজ্জার’ হার হারল বিজেপি। আবার জোট বেঁধেও‌ বিশেষ সুবিধা করতে পারলো না বাম-কংগ্রেস। শেষমেশ সবুজ ঝড়ই আছড়ে পড়ল ধূপগুড়িতে। ইতিমধ্যেই মু্খ্যমন্ত্রী ও অভিষেক শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এবার ধূপগুড়ি উপ নির্বাচনে তৃনমূলের জয় নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একযোগে বিজেপি-বাম-কংগ্রেসকে তুলোধোনা করলেন তিনি।

    শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দল জিতেছে। মানুষ ভুল দিকে গেলেও শেষ পর্যন্ত উন্নয়নের পক্ষেই এসেছেন। মানুষ উন্নয়ন কে সামনে রেখে মমতা বন্দোপাধ্যায়কে ভোট দিয়েছেন।” পাশাপাশি তিনি এও বলেন, “এর থেকে বেশী খুশী হবো যখন দিল্লিতে বিজেপি সরকার পড়বে। অভিষেকে ধন্যবাদ জানাই। তিনি মানুষের চাহিদা বুঝে প্রতিশ্রুতি দিয়েছেন মহুকুমা গড়ে দেওয়ার।”

    এদিন বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে ফিরহাদ বলেন, “কি লাভ হল মুখ পড়িয়ে? সেই তো লজ্জার হার হলো।” এরপরই অধীর চৌধুরীকে আক্রমণ করে বলেন, “উনি তো তৃনমূলের বিরোধীতা করে বিজেপিকে সাহায্য করছেন। লজ্জা হাওয়া উচিত ওনার। ওনার সাসপেন্স জন্য তৃণমূল লড়াই করছে।”

    পাশাপাশি, এদিন পুর দূর্নীতি কান্ডে ‘অভিযুক্ত’ রুমানা খাতুন প্রসঙ্গে ফিরহাদ বলেন, যদি কোনো অভিযোগ আসে সেটা নিয়ে তদন্ত করা হবে। কোনো অনিয়ম হলে কাউকে রেয়াত করা হবে না। কোনো অনিয়ম আমার উপরে হলেও আমি তদন্ত করব। আমরা অ্যাকশন নিচ্ছি কারোর কারোর স্বার্থে লাগছে। কেউ বেআইনি নির্মাণ করছে তাদের স্বার্থে লাগছে। মানুষের স্বার্থই আমার স্বার্থ।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img