নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সম্প্রতি শুরু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী‘ প্রকল্প। সোম থেকে শনি, সকাল ১০-৬টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। আর সেইমত এবার রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেন গ্রামবাসীরা। এর আগে একাধিকবার প্রশাসনকে জানানোর পরেও রাস্তায় হাল বেহাল হয়েই রয়েছিল। এবার মুখ্যমন্ত্রী কে ফোন করতেই রাস্তা তৈরিতে উদ্যোগী হলেন জেলা পরিষদ।
অনেকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরে জেলার বেশ কয়েকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। এমনকি বারবার প্রশাসনকে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছিলেন না। এ বিষয়ে। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী দেওয়া নম্বরে যোগাযোগ করে রাস্তার জন্য অভিযোগ জানান গ্রামবাসীরা।
আর এর পরেই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসতে নবান্ন থেকে রাস্তার রিপোর্ট তলব করেন পশ্চিম মেদিনীপুরে জেলাপরিষদ কে। সেই মত এদিন পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ২০০টি বেহাল রাস্তার তালিকা তৈরি করল জেলা পরিষদ। আর তা পাঠানো হচ্ছে নবান্নে। অবশেষে রাস্তা সংস্কার হবে বলে খুশি গ্রামবাসীরা।
এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি জানিয়েছেন, ‘জেলা পরিষদ থেকে এমনিতেই সারাবছর একাধিক রাস্তা তৈরি করা হয়। রাস্তাশ্রী–পথশ্রী প্রকল্পে পাঁচশো রাস্তা সংস্কার করার কাজ চলছে। তবে আরও অনেক রাস্তা সংস্কারের প্রয়োজন ছিল। মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে জানালেন। আশা করছি, দ্রুত সংস্কার হবে।’