নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – এবছর স্বাধীনতার দিবসের প্রাককালে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে তাঁদের সম্মান জানানোর জন্য একটি প্রচার অভিযানের ঘোষণা করেন তিনি। সেই ক্যাম্পেনের নাম ‘মেরি মিট্টি মেরা দেশ’ (আমার মাটি আমার দেশ)। দেশকে স্বাধীন করার লক্ষ্যে যে সমস্ত বীর সন্তানরা আত্মবলিদান দিয়ে শহিদ হয়েছে তাঁদের সম্মান জানানো হবে এই ক্যাম্পেনের মাধ্যমে। এছাড়াও ‘অমৃত কলস যাত্রা’-য় দেশের সব প্রান্তের মাটি সাড়ে সাত হাজার পাত্রে জড়ো করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মাটি মিশিয়ে বসানো হবে গাছের চারা। ওয়ার মেমোরিয়ালের কাছে এই ভাবেই ‘অমৃত ভাটিকা’ গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
আর এবার সেই লক্ষ্যেই ব্রতী হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচির মাধ্যমে ব্লক এবং জেলা স্তরের বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করবে বিজেপি নেতৃত্ব। সেই মাটি পাঠানো হবে দিল্লিতে। শুক্রবার উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে বনগাঁ সাংগঠনিক জেলায় এই কর্মসূচির সূচনা হল। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর নিজের হাতে ঠাকুরবাড়ির মাটি কলসিতে ভরে জেলা সভাপতি দেবদাস মণ্ডলের হাতে তুলে দেন।
দেবদাস মন্ডল এবং শান্তনু ঠাকুর জানান, বনগাঁ সাংগঠনিক জেলা বিভিন্ন জায়গার মাটি ব্লক থেকে জেলায় পাঠাবে। জেলা রাজ্যে পাঠাবে এবং রাজ্য সেই মাটি দিল্লিতে পাঠাবে। আর এদিন তারই শুভ সুরুয়াত হয়ে গেল।