নিজস্ব প্রতিনিধি, মালদা – এক যুবককে অপহরণের ঘটনা ঘটল গাজোলে। মুক্তিপণ চেয়ে পরিবারের লোকেদের ফোন করে অপহরণকারীরা। ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ।
দাবি মতো মুক্তিপণ না পেলে ওই যুবকের দেহ বাড়ির দরজায় ফেলে রাখা হবে বলে হুমকিও দিয়েছে আততায়ীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারের মধ্যে।
অপহৃত যুবকের নাম ধনীশ্বর সরকার। গাজোল থানার মসলিসবাগে বাড়ি তাঁর। ৫ দিন ধরে নিখোঁজ তিনি। পাঁচদিন ধরে ছেলে বাড়িতে না আসায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবকের মা হিমতি সরকার। তিনি অভিযোগ করে বলেন, “আমার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে উড়ো ফোন আসে। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা”। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।