নিজস্ব প্রতিনিধি, মেচেদা – ধূপগুড়িতে প্রকাশ পেয়েছে ভোটের ফল। খানিকটা অপ্রত্যাশিতই ফলাফল হয়েছে উপনির্বাচনে। বিজেপি যে সিট ভেবেছিল জিতবে তা ছিনিয়ে নিয়ে গিয়েছে তৃণমূল। ফলে এখন বিজেপি গড়েই নেমে এসেছে নিস্তব্ধতা।
এই সবের মধ্যে যে ভিডিও সবচেয়ে ভাইরাল হচ্ছে তা হল গত দু’দিন আগেই শুভেন্দু অধিকারীর খঞ্জনি বাজানোর ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিডিও নিয়েই ভীষণ চর্চা। অনেকে আবার হাস্য করে বলছেন, শুভেন্দু বোধহয় আগেই হারের আভাস পেয়েছিলেন, তাই বোধহয় সেবকের ভূমিকায় ধরা দিলেন।
এখন এমনই মিম তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা বিজেপির কাটা ঘায়ে নুনের ছিঁটার কাজ করছে।
আসলে বৃহস্পতিবার জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। মেচেদার ইস্কন মন্দিরের জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মেচেদার ইস্কন মন্দিরে বিরোধী দলনেতাকে দেখা যায় একদম ভিন্নরূপে। তিলকসেবা, নামসংকীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানে মেতে ওঠেন তিনি। ধুতি পাঞ্জাবি পরে মাথায় তিলক করে কীর্তন করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। ঘি, মধু ও দুগ্ধ দিয়ে ঠাকুরকে স্নান করান শুভেন্দু অধিকারী। ইস্কন মন্দিরে এসে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহের সামনে আরতী করেন। এদিন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একজন মন্দির সেবক হিসেবে ধরা দেন। কিন্তু তখন কি আর উনি নিজে জানতেন শুক্রবারের চিত্র এই ভাবে পালটে যাবে। তবে রঙ্গ-রসিকতা যায় হোক না কেন সেটাকে গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। ধূপগুড়ির থেকে শিক্ষা নেতেই চান তারা।