23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হাতে শাঁখা-পলা , মাথার খোঁপায় ফুল , নতুন কনেকে নিয়ে কালীঘাট মন্দিরে যশ

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী দিব্যা খোসলা কুমার । ‘ইয়াঁরিয়া-২‘- এর জন্য বৃহস্পতিবার কলকাতায় এসেছেন তিনি। শহরে এসেই তিনি এবং ‘ইয়াঁরিয়া-২’- এর নায়ক যশ দাশগুপ্ত এক সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিলেন।

    এদিন কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা গেলো দিব্যা খোলসা কুমারকে। পরনে ছিল সাদা শাড়ি, লাল ব্লাউজ এবং হাতে-কানে সোনার গয়না ও মাথার খোঁপায় ফুলের মালা। সবচেয়ে বেশি নজর কেড়েছে হতে পরা বাঙালি বিবাহিত মহিলাদের মতো শাঁখা-পলা। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন অভিনেতা যশ। যশের পরনে ছিল কালো চেকস শার্ট এবং নীল জিন্স। কলকাতার এক নামী মিষ্টির দোকানেও গিয়েছিলেন তারা।

    প্রসঙ্গত , আগামীতে ২০ শে অক্টোবর ‘ইয়াঁরিয়া-২’ মুক্তি পেতে চলছে। প্রথমবার বলিউডে কাজ করছেন যশ দাশগুপ্ত। তার নায়িকা হয়েছেন দিব্যা খোসলা কুমারকে। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে সেই ছবির টিজার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img