নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু- গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু। শনিবার ভোরে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে নান্দিয়াল হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাকে এদিনই আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, শুক্রবার অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে একটি জনসভা করেছিলেন চন্দ্রবাবু নাইডু। এরপর রাতে ওই এলাকায় ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এরপর শনিবার ভোরে সেখানেই অন্ধ্র পুলিশ ও সিআইডি হানা দেয়। তবে দলীয় কর্মীরা আটকে রাখে ভ্যানিটি ভ্যান। ফলে তখন গ্রেফতার করা যায়নি চন্দ্রবাবুকে। এরপর নিজেই পুলিশের সঙ্গে আলোচনাতে আসেন তিনি। তাঁকে পুলিশের তরফে বোঝানো তদন্তে সহায়তা করতে। তখন নিজে থেকেই ধরা দেন চন্দ্রবাবু নাইডু। সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে। অন্যদিকে, পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকে আটক করেছে অন্ধ্র প্রদেশ পুলিশ।
জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ধারা ৫০(১)(২)-এর অধীনে জারি করা নোটিস অনুসারে পুলিশ চন্দ্রবাবু নাইডুকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় গ্রেফতার করেছে। তার মধ্যে রয়েছে ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারা। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে চন্দ্রবাবুর বিরুদ্ধে। সুতরাং তার জেল থেকে এখনই মুক্তি নেই বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, নাইডুকে জিজ্ঞাসাবাদের পর রিমান্ড রিপোর্ট ও তদন্তের যাবতীয় তথ্য পেশ করা হবে।
প্রসঙ্গত, আর্থিক তছরুপের মামলা আজকের নয়। এর আগেই চন্দ্রবাবু নাইডুকে স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেই মামলায় ২৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। এবার সেই মামলাতেই গ্রেফতার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।