নিজস্ব প্রতিনিধি , করাচি – দুস্কৃতীদের গুলিতে পাকিস্তানের বুকেই খতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি। আজ পাক অধিকৃত কাশ্মীরের একটি মসজিদে একটি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় মৃত্যু হয়েছে লস্কর-ই-তৈবার কমান্ডার রিয়াজ আহমেদ ওরফে আলিয়াস আবু কাশিমের। এই কাসিম ছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায়। তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল ভারতের গুপ্তচররা। তবে কাসিমের মৃত্যুর দায় সরাসরি র‘য়ের উপর ছাপিয়েছে পাকিস্তান।
সূত্রের খবর , এদিন ভোরের নমাজের সময়ই কাশ্মীরের রাওয়ালকোট এলাকার আল-কুদুস মসজিদে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতীদের এলোপাতাড়ি গুলিতে মসজিদেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জঙ্গি আলিয়াস আবু কাশিমের। ভারতের দাবি , গত কয়েক দশক ধরে জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরিতে একেরপর এক জঙ্গি কার্যকলাপের মাস্টার মাইন্ড ছিল এই আলিয়াস আবু কাশিম। এমনকি চলতি বছরে জম্মু-কাশ্মীরের ধাঙ্গরি গ্রামে যে জঙ্গি হামলা হয়েছিল , তারও মাস্টার মাইন্ড ছিল এই আবু কাশিম। তবে এদিন এই জঙ্গির মৃত্যুর পর ফের দু-দেশের মধ্যে শুরু হয়েছে চাপানউতর।