23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জি-২০ সম্মেলনে ইউক্রেন ইস্যু উঠতেই চোটে লাল রাশিয়া

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – এবার জি-২০ এর মঞ্চেও উঠলো ইউক্রেন ইস্যু। আর ইউক্রেনের নাম উঠতেই তীব্র প্রতিবাদ জানালো রাশিয়া। আজ জি-২০ সম্মেলনের মাঝেই বাকি দেশগুলির কাছে ইউক্রেন ইস্যু নিয়ে খসড়া পেশ করে ভারত। সেই বিবৃতির মাঝেই কাঁটা হয়ে দাঁড়াল ইউক্রেন ইস্যু। এদিন ইউক্রেন ইস্যু উঠতেই তীব্র প্রতিবাদ করে রাশিয়া

    প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। এদিন জি-২০ গোষ্ঠীভুক্ত দেশ গুলির এবিষয়ে কি মতামত , তা জানতে একটি বিশেষ খসড়া প্রস্তাব পেশ করে ভারত। যেখানে প্রত্যেকটি দেশ ইউক্রেন নিয়ে তাদের মতামত দিতে পারবে। কিন্তু এই ইউক্রেন ইস্যু নিয়ে যৌথ বিবৃতি দিতে গিয়ে প্রথমেই কাঁটা হয়ে দাঁড়ায় রাশিয়া। কারণ রাশিয়া কোনোভাবেই এই প্রস্তাবকে সমর্থন করেনি।

    কিন্তু এদিন সমস্ত দেশের উল্টো পথে হেঁটে মস্কোকে সমর্থন করে বেজিং। যৌথ বিবৃতির দাবি উড়িয়ে দিয়ে রাশিয়ার দাবি করে , গত ২ বছরে পরিস্থিতির আমূল বদল ঘটেছে , তাই এই অবস্থায় ‘ইউক্রেন সঙ্কট’ শব্দটি আর ব্যবহার করা যাবে না। এদিকে রাশিয়াকে সমর্থন করে চীন দাবি করে , জি-২০ একটি অর্থনৈতিক মঞ্চ। এখানে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনার যায় না। ইউক্রেন ইস্যু সম্পূর্ণ ২ টি দেশের অভ্যন্তরীণ বিষয়।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img