নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গোটা দেশে চলছে ইন্ডিয়া-ভারত বিতর্ক। কোনটা সঠিক বা আগামীতে দেশের নাম কি হবে , তা নিয়েই চলছে বিতর্ক। তবে গত ৩ দিন আগেই ইন্ডিয়ার বদলে দেশের নাম ভারত ব্যবহারের জন্য সওয়াল করেছে মোদি সরকার। এখন ইন্ডিয়া বদলে দেশের নাম ভারত হতে শুধু সময়ের অপেক্ষা। সেই সম্ভাবনাই এদিন বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জি-২০ সম্মেলনে প্রতিনিধিত্ব করার সময় প্রধানমন্ত্রী মোদির নেমপ্লেটে দেখা গেল ‘ভারত’ লেখা। তারপর থেকেই দেশে শুরু হয়েছে নতুন বিতর্ক।
চলতি বছরে জি-২০ সম্মেলনে নেতৃত্ব দিচ্ছে ভারত। আজ ও আগামীকাল রাজধানী দিল্লির বুকে বসেছে সেই জি-২০ সম্মেলনের আসর। ভারতে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। এদিন সম্মেলনের শুরুতেই জি-২০ এর মঞ্চে বিশেষ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই মোদির নেমপ্লেটে দেখা যায় ‘ভারত’ লেখা। এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে , তাহলে কি এবার দেশের নাম ‘ইন্ডিয়া’র পরিবর্তে একেবারে ‘ভারত’ই হতে চলেছে! সম্প্রতি ভারত ও ইন্ডিয়া নাম নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। এরআগে জি-২০ সম্মেলন উপলক্ষ্যে নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’-র বদলে লেখা ছিল ‘প্রেসিডেন্ট অব ভারত’। এমনকি মোদির ইন্দোনেশিয়া সফরে লেখা ছিল ‘দ্য প্রাইম মিনিস্টার অব ভারত’। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্মেলনের মধ্যেই তুঙ্গে উঠেছে ইন্ডিয়া-ভারত বিতর্ক।