নিজস্ব প্রতিনিধি , কলকাতা – শিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের সংঘাতের আবহ চলছেই। এরই মধ্যে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজভবন সূত্রে খবর, মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল৷ একাধিক বিষয় নিয়ে যখন রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের টানাপড়েন চলছে, তখন হঠাৎ মুখ্যসচিবকে কেন তলব করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। রাজ্যপাল জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থেই তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ করছেন। অন্যদিকে, রাজ্যের বক্তব্য রাজ্যপাল অতি সক্রিয়তা দেখিয়ে নিজের মর্জি অনুযায়ী উপাচার্য নিয়োগ করে চলছেন। এক্ষেত্রে রাজ্যের অনুমতির কোনওরকম তোয়াক্কা করছেন না তিনি।
এরই মধ্যে শুক্রবার ব্রাত্য বসু সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তোলেন। পাল্টা কটাক্ষ করেন রাজ্যপালও। এরপরই রাজ্যপালকে ‘ভ্যাম্পায়ার’ বলে আক্রমণ করেন ব্রাত্য। রাজ্যপাল পাল্টা জানান, তিনি মধ্যরাতের মধ্যে কোনও সিদ্ধান্ত নেবেন। এরপরই সন্ধ্যায় রাজভবনে দেখা যায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।