23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সুখবর! ৮০ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- অবশেষে হাসি ফুটতে চলেছে বেকার যুবক-যুবতীদের মুখে। ৮০ হাজার পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার সরকারি অনুদান প্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কমপক্ষে একটি করে শিক্ষক অথবা শিক্ষিকা রাখা হবে। এই মর্মেই ৮০ হাজার শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলছে রাজ্য।

    সূত্রের খবর, গত শনিবার ১৭৮ পাতার শিক্ষানীতি প্রকাশ করেছে রাজ্য। এদিন থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। আর সেই নির্দেশিকাতে বলা হয়েছে, রাজ্যের প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তত পক্ষে একজন বিশেষ শিক্ষককে নিয়োগ করা হবে। আরো বলা হয়েছে, একসঙ্গে এই ৮০ হাজার শিক্ষক নিয়োগ করা না হলেও কয়েকটি ধাপে তা করা হবে। তবে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে প্রতিবছর ১৬০০০ শিক্ষক নিয়োগ করা হবে।

    এক্ষেত্রে বেশকিছু নিয়ম আছে। যে কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। একমাত্র RCI (Rehabilitation Council of India) অনুমোদিত Special B.Ed. বা Special DL.Ed. কোর্স করা প্রার্থীরাই এই পদের যোগ্য। সুতরাং তারাই আবেদন করতে পারবেন বলে জানানো‌ হয়েছে।

    প্রসঙ্গত, কয়েক বছর আগেই কেন্দ্রের তরফে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়। এবার সেই শিক্ষা নীতিকে কার্যত ‘বুড়ো আঙুল’ দেখিয়ে শনিবার এরাজ্যের তরফে নতুন একটি শিক্ষানীতি প্রকাশ করা হয়েছে। এই শিক্ষা নীতি অনুযায়ী, প্রাক-প্রাথমিক থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের শিক্ষানীতিতে বদল আনা হয়েছে। অষ্টম শ্রেণী থেকে সেমিষ্টারের প্রক্রিয়াটি চালু করা হয়েছে। এমনকি শিক্ষক শিক্ষিকাদের কর্মপদ্ধতিতেও বদল আনা হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img