23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাধা ভরতপুর স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠনে, তবে কি গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- মিটেছে পঞ্চায়েত ভোট। তবে মেটেনি রাজনৈতিক তরজা বিবাদ। কখনও অপর দলের সঙ্গে। আবার কখনও দলের মধ্যেই তৈরি হচ্ছে মত বিরোধ। যার জেরে পিছিয়ে যাচ্ছে একাধিক স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন। এমনই এক ঘটনা ঘটল শনিবার ভরতপুর-১ পঞ্চায়েত সমিতিতে। থেমে গেল স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন। এদিন প্রকাশ্যেই বাক বিতন্ডায় জড়ান তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় সরখেল ও বিধায়ক হুমায়ুন আহমেদ।

    সূত্রের খবর, শনিবার ভরতপুর-১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির গঠন ছিল। ভোটাভুটি শুরুও হয়েছিল। ব্লক সভাপতি সঞ্জয় সরখেলের দল জয়লাভ করে এবং পরাজিত হয় বিধায়ক হুমায়ুনের দল। ব্লক সভাপতি সঞ্জয় সরখেলের গোষ্ঠী পায় ১৮টি ভোট। আর অন্যদিকে হুমায়ুন গোষ্ঠী পায় ১৭টি ভোট। তবে ভোট প্রক্রিয়া মিটে গেলেই বাক বিতন্ডায় জড়িয়ে পরে দুই পক্ষ। অভিযোগ ওঠে, দীর্ঘ সময় ধরে ভোট প্রক্রিয়া চলেছে। দুই পক্ষের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হলে পুলিশ এসে উপস্থিত হয়। পরিস্থিতি আরও চরমে ওঠে।

    এই বিষয়ে বিধায়ক হুমায়ূন দাবি করেন, “কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। যেকোনো নিয়ম প্রতিষ্ঠার ক্ষেত্রে তর্ক বিতর্ক চলতেই পারে। এটা নীতি বিরুদ্ধও নয়। বিধানসভাতেও তো এই ধরনের ঘটনা ঘটে। তবে দুই পক্ষের কথা বলার মাঝে পুলিশ আসায় আমরা প্রতিবাদ জানিয়েছিলাম শুধু। কোনো মারামারি ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img