নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- ফের পারিবারিক অশান্তির জের। ভাইয়ের বউকে খুন করার অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। মৃতার নাম ঝুমা বাউরি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, শনিবার ঘরের পাঁচিল দেওয়া নিয়ে ঝগড়া শুরু হয় ঝুমা বাউরির পরিবারের সঙ্গে তাঁর ভাসুরের পরিবারের। দীর্ঘদিন ধরে ঘরের পাঁচিল দেওয়া নিয়ে ঝুমা বাউরির বিবাদ চলছিল ভাসুর স্বাধীন বাউরির সাথে, এমনটাই সূত্রের খবর। এরপর হঠাৎই এদিন সেই বিবাদ চরমে ওঠে। ঝুমা বাউরিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানোর অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে মৃত্যু হয় ঝুমা বাউরির। এই ঘটনায় মৃতের পরিবারের লোকজন তার ভাসুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঝুমাদেবীর বাবা মানিক বাউরি জানান, “শুক্রবার সকালে আমার মেয়ের বাড়িতে মিস্ত্রি কাজ করছিল। তখনই ঝগড়া করতে আসে আমার জামাইয়ের ভাই। কাজে বাধা দেয়। তারই প্রতিবাদ করতে গেলে আমার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে সে। আমরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”