নিজস্ব প্রতিনিধি , দিল্লি – জি-২০ এর শেষ দিনে জোড়া সাফল্য ভারতের ঝুলিতে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে ৫জি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা। তবে ভারতের লক্ষ্য আরও অগ্রগতি , সেই লক্ষ্যেই এবার ৬ জি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা চালু করার পথে হাঁটছে ভারত। এই ৬ জি পরিষেবা চালুর লক্ষ্যে জি-২০ এর শেষ দিনে ভারত-আমেরিকার মধ্যে একটি মউ স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে ভারত-আমেরিকার দুই সংস্থা ৬জি ওয়্যারলেস প্রযুক্তিতে একযোগে কাজ করবে।
সূত্রের খবর , ভারত ৬ জি অ্যালায়েন্স ও জি অ্যালায়েন্স এই ২ সংস্থা মিলে এই প্রকল্পে কাজ করবে। চুক্তি স্বাক্ষরের পর এদিন দুই সংস্থা একযোগে বিবৃতি দিয়ে জানিয়েছে , গোটা ভারতে আরও উন্নত ইন্টারনেট পরিষেবার জন্য আমরা একসঙ্গে কাজ করবো। জি ওয়্যারলেস অর্থাৎ উত্তর আমেরিকার সংস্থা হিসেবে ভারতে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করে তোলাই আমাদের লক্ষ্য। এদিন চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জি ওয়্যারলেসের প্রেসিডেন্ট তথা সিইও সুজান মিলার ও ভারত ৬ জি অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এন জি সুব্রমণ্যম।
চুক্তি স্বাক্ষরের পর জি অ্যালায়েন্সের সিইও সুজান মিলার জানান,’ বিশ্বে মোবাইল ওয়্যারলেস ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ভারত ৬ জির সঙ্গে এই চুক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতে করে আমরা ইন্টারনেটের বিস্তার দ্রুত করতে পারবো’। এদিকে ভারত ৬জি অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এন জি সুব্রমণ্যম জানিয়েছেন,’ গোটা বিশ্বের সামনে ভারত ও সমাজকে শক্তিশালী করতে চাই আমরা। আগামী প্রজন্ম যাতে ৬জি পরিষেবার জীবনযাত্রার মানোন্নয়ন করতে পারে সেটাই মূল লক্ষ্য আমাদের। আর সেই লক্ষ্যেই আমরা ২ সংস্থা মিলে জি অ্যালায়েন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি’।