নিজস্ব প্রতিনিধি , দিল্লি – হিন্দুত্ব নিয়ে আগেও বেশ কয়েকবার সওয়াল করেছিলেন তিনি।তবে তিনি যে মনে প্রাণে ধর্মেও বিশ্বাসী , তার প্রমাণ মিললো হাতেহাতে। গত শুক্রবারই জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক , সঙ্গে এসেছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তিও। প্রথমদিন সম্মেলন শেষে দ্বিতীয় দিন পড়তেই বৃষ্টিভেজা মরসুমে স্ত্রীকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে হাজির হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মন্দিরে গিয়ে স্ত্রীকে নিয়ে পুজোও দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক।
সূত্রের খবর , আজ সকালে রাজঘাটে যাওয়ার আগে সকাল ৭টা নাগাদ দিল্লির অক্ষরধাম মন্দিরে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি। প্রায় ১ ঘণ্টা মন্দিরে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেসময় মন্দিরের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুজোর শেষে মন্দিরে বেশ কিছু ছবিও তোলেন তিনি। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ছিল মন্দির চত্বরে।
মন্দিরে পুজো দেওয়ার পর বাইরে এসে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাংবাদিক জানান,’আমি গর্বিত যে আমি হিন্দু। আমি সেভাবেই আমি বড় হয়েছি। অনেকদিনের ইচ্ছা ছিল এই মন্দিরে আসার। আমি আমার বোনেদের কাছ থেকে রাখি পেয়েছি। আমার জন্মাষ্টমী পালনের সময় পাইনি। ধর্মের প্রতি এই বিশ্বাস আমাদেরকে কাজ করার শক্তি দেয়’।