নিজস্ব প্রতিনিধি , দিল্লি – জি-২০ সম্মেলন শেষ হতে না হতেই নিরাপত্তায় গলদ। প্রথম দিন ঠিক ঠাক কাটলেও দ্বিতীয় দিনে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। যদিও তা ভারতের নয়। কারণ এদিন জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে সৌদির প্রিন্সের হোটেলে আচমকা ঢুকে পড়লো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়। তবে প্রথমে চালককে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে বেশ শোরগোল পড়ে গেছে দিল্লিতে।
সূত্রের খবর , এদিন রাজঘাট থেকে ফিরে হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন প্রিন্স। সেসময় আচমকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ে থাকা একটি গাড়ি সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হোটেল ঢুকে পরে। সম্মেলনে যোগ দিতে এসে এই হোটেলেই রয়েছেন সৌদির প্রিন্স। গেটেই সঙ্গে সঙ্গে অজ্ঞাত পরিচয় গাড়িকে আটক করেন নিরাপত্তারক্ষীরা।
একইসঙ্গে আটক করা হয় গাড়ির চালককেও। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় , তিনি আসলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কনভয়ের গাড়ির চালক। এখানে চালকদের জন্য যে প্রোটোকল রয়েছে , তিনি বিষয়ে জানতেন না। একথা জানার পর তাকে ছেড়ে দেওয়া হয়। জি-২০ তে যোগ দিতে এসেছে দিল্লির আইটিসি মৌর্য্যে হোটেলে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ঠিক তার কাছেই দিল্লির তাজ হোটেলে ছিলেন সৌদির প্রিন্স।