নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি- গাড়ি চালানো শেখার সময় বড়সড় দূর্ঘটনা। এক শিশুকে পিষে দিল যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ময়নাগুড়ি শহরের দেবিনগর পাড়া এলাকায়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, রবিবার সকালে বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ। আর সেই সময় ওই মাঠের পাশে একটি সাইকেলের দোকানে সাইকেল সারাই করতে আসে ন’বছরের এক শিশু। তখনই হঠাৎই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে ধাক্কা মারে অমিতাভ। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। আর এর পরেই এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দেওয়া দেয় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে। উত্তেজনা চরমে ওঠে ওই এলাকায়। এরপর ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী।
এক স্থানীয় বাসিন্দা জানান, “সকালে এখানকার এক মাঠে গাড়ি চালানো শিখছিলো এক যুবক। এরপর হঠাৎই সে গিয়ে ধাক্কা মারে একটি বাচ্চাকে। বাচ্চাটির মৃত্যু হয়েছে ঘটনা স্থলেই। আর তাই এলাকাবাসীরা আগুন ধরিয়ে দিয়েছে গাড়িতে।”