নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ- পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। রাজ্য জুড়ে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন চলছে। এই আবহে রানিনগর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে আশঙ্কার আঁচ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। মূলত নির্বাচনে অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে তিনি এই চিঠি লিখেছেন বলে জানা গেছে।
এদিন চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, শাসকদলের বেশ কিছু নেতা এবং কর্মীরা জোট বেঁধে ন্যক্কারজনক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই রানিনগর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি। মনে করা হচ্ছে, পুলিশের সাহায্য নিয়ে নির্বাচনে তান্ডব চালানো হবে, যা গনতন্ত্রের পক্ষে অত্যন্ত হানিকারক। ক্ষমতার চাহিদা পূরণ করতে অমানবিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করতে পারে তারা। তারা ক্ষমতা আর আর্থিক সুবিধার জন্য জনগনের গুরুত্ব দেবেনা। গোটা রাজ্য জুড়েই কার্যত একই অবস্থা।
তিনি আরো লেখেন, আপনাকে নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে যে রানিনগর ২ পঞ্চায়েত সমিতির জন্য কর্মাধ্যক্ষ নির্বাচনে বিরোধী শিবির থেকে অংশগ্রহণকারীদের নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। আশা করি আপনি সেই ব্যবস্থা সুনিশ্চিত করবেন।”
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদের সন্ত্রস্ত রূপ ধারণ করেছিল। এমনকি ভোট পর্ব মিটে যাবার পরেও বাম-কংগ্রেসের বিজয় মিছিল ঘিরেও বেশ উত্তেজনা ছড়ায় রানিনগর ২ পঞ্চায়েত এলাকায়। অভিযোগ উঠেছিল তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করার। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিসের সামনে। এই ঘটনায় মোট ৩৬ জন কংগ্রেস নেতা-কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই শান্তি রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠালেন অধীর চৌধুরী।