নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর- অগস্ট থেকে রাজ্যে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গির প্রকোপ। এক মাসে এই আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দশ হাজার। প্রশাসনের তরফে পঞ্চায়েত ও পুরসভাগুলি বিশেষ নজরদারি দেবার কথা বলা হচ্ছে। এই অবস্থায় রবিবার সাধারন মানুষকে পৌর প্রশাসনের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া। এদিন তিনি স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার পুরপ্রধান নিয়ে একটি বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া বলেন, “আমাদের পুর প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দফতর অতীব সক্রিয়। তবে এর সঙ্গে শহরবাসীদের কাছে অনুরোধ যেন তারাও চেষ্টা করেন নিজেদের বাড়িতে যেন জল জমে না থাকে। যখন এলাকা পরিদর্শনে দল পাঠানো হবে তখন যেন তাদের সাহায্য করবেন। আপনাদের সাহায্যর্থেই আমরা রয়েছি। তাই এইটুকু সাহায্য আপনাদের কাছেও কাম্য।”
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্তের মাঝেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন লেকটাউনের দক্ষিণ দাড়ি এলাকার এক বৃদ্ধ। মৃতের নাম রামবিদ্যা গুপ্ত। বয়স ৭১ বছর। বেলেঘাটার আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, ৫ সেপ্টেম্বর জ্বর নিয়ে বেলেঘাটা আইডি ভর্তি হন ওই বৃদ্ধ। এরপর পরীক্ষা করালে তাঁর শরীরের ম্যালেরিয়ার জীবাণু প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স মেলে। বয়স বেশি হওয়ার কারণে তাঁর অবস্থার অবনতি হয়। এবং ৬ সেপ্টেম্বর ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।