23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দ্য ভ্যাক্সিন ওয়ার , ফের নয়া চমক নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্ৰী

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গোটা দেশে তীব্র বিতর্ক তৈরি করে ২০২১ সালে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্ৰী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস‘। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই ছবি বিরাট সাফল্য পেয়েছিল বড় পর্দা সহ OTT প্লাটফর্মে। তারপর থেকেই গোটা দেশের কাছে বিশেষ পরিচিতি পায় বিবেক অগ্নিহোত্ৰী। এবার চলতি বছরে ফের নয়া চমক নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্ৰী। এবার তার নয়া সিনেমা ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’।

    বেশ বহুদিন আগে থেকেই বিবেক অগ্নিহোত্ৰীর ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ নিয়ে চর্চা শুরু হয়। সম্প্রতি বিবেক অগ্নিহোত্ৰী এই মুভির প্রথম পোস্টার লঞ্চ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টার লঞ্চ করে ক্যাপশনে লিখেছেন,”ভারতের প্রথম বায়ো-সায়েন্স ফিল্মের ফার্স্টলুক শেয়ার করে নিলাম। #দ্য ভ্যাকসিনওয়ার। আগামী ২৮ শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা”।

    পোস্টারের ফাস্টলুকে দেখা গেছে নানা পাটেকর, অনুপম খের, নিবেদিতা ভট্টাচার্য, সপ্তমী গৌড়া, পল্লবী যোশী, রাইমা সেন, গিরিজা ওক গড়বোলে ও মোহন কাপুরকে। সেই পোস্টার দেখে পরিচালককে বাহুবা দিয়েছেন নেটিজেনরা। এদিকে পোস্টার প্রকাশ্যে আসতেই এক ব্যক্তি কমেন্ট করে লিখলেন, “চলতি সময়ে এরকম সিনেমাই দরকার। কোনও নাচ-গান ওয়ালা সিনেমা নয়। অনেক শুভেচ্ছা বিবেক অগ্নিহোত্রীকে ভারতে বায়ো সায়েন্স ভিত্তিক প্রথম ছবির জন্য”। অপর আরেকজন লিখলেন, “স্টারকাস্ট অসাধারণ। এই ছবি হিট করবেই”।

    ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’ সিনেমা প্রস্তুত করার সময় সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন,”কেভিড ১৯ লকডাউনের সময় যখন কাশ্মীর ফাইলসের কাজ পিছিয়ে যায়, তখন আমি এটা নিয়ে গবেষণা করছিলাম। এরপর আমরা ICMR ও NIV-এর বিজ্ঞানীদের উপরে গবেষণা শুরু করি যাদের জন্য এই টিকা সম্ভবপর হয়েছে। তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প মনে জায়গা করে নেয়। এবং আমরা বুঝতে পারি কীভাবে এই মানুষগুলো শুধু বিদেশী সংস্থাগুলির সঙ্গে নয়, এমনকী আমাদের নিজেদের লোকেদের সঙ্গেও যুদ্ধ করেছিল। আমরা দ্রুততম, সস্তা এবং নিরাপদ ভ্যাকসিন তৈরি করে পরাশক্তির বিরুদ্ধে জয়ী হয়েছি। আমি তখনই ভেবে রেখেছিলাম এই গল্পটি বলা উচিত যাতে প্রত্যেক ভারতীয় তাদের দেশ নিয়ে গর্ব অনুভব করতে পারে”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img