23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মহাভারত লিখেছিলেন কৃত্তিবাস ওঝা’, মু্খ্যমন্ত্রীর ‘ভুল’ ধরতে গিয়ে বেকায়দায় শুভেন্দু

    নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর- মহাভারত কে লিখেছেন এই নিয়ে জোর তরজা রাজ্য রাজনীতিতে। মহাভারত প্রসঙ্গে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এদিন কটাক্ষ করতে গিয়ে বিরোধী দলনেতা নিজেই করে বসলেন ‘মহাভুল’। বললেন মহাভারত লিখেছিলেন কৃত্তিবাস ওঝা। আর তাতেই নতুন করে শুরু হলো বিতর্ক। তৃণমূলের দাবি, অন্যের ভুল ধরতে গিয়ে নিজেই ফাঁপরে পড়লেন বিরোধী দলনেতা।

    সূত্রের খবর, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এক জনসভার আয়োজন করা হয় গেরুয়া শিবিরের তরফে।‌ এই জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিনের সভা থেকে শুভেন্দু মন্তব্য করেন, মহাভারত কাজী নজরুল ইসলাম লেখেননি, ওটা কৃত্তিবাস ওঝা লিখেছেন। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি, শুধু দিল্লির সুরে সুর না মিলিয়ে ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার শুভেন্দুর। না হলে এই ধরনের বেফাঁস মন্তব্য বের হবে। এই বিষয়ে তৃণমূলের আরও দাবি, আসলে রামায়ণের বঙ্গানুবাদ করেন কৃত্তিবাস ওঝা। মহাভারতের নয়।

    পাশাপাশি এদিনের সভা থেকে ধূপগুড়ি উপ নির্বাচনে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু জানান, ওই কেন্দ্রের প্রায় ৩০ হাজার বাসিন্দা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ গিয়েছেন। তাঁরা ভোটদান পর্বে হাজির না থাকায় বিজেপি পরাজিত হয়েছে। আর ভুয়ো চাকরি সহ মিথ্যা প্রচার করে তৃণমূল বিজেপির জেতা আসন কেড়ে নিয়েছে। আর জনগণের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালে নরেন্দ্র মোদিকে ৪০০-র বেশি আসনে জিতিয়ে আনতে হবে।

    প্রসঙ্গত, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারত প্রসঙ্গে কথা বলেন। আর তিনি নাকি কাজী নজরুল ইসলামকে মহাভারতের রচয়িতা বলেছেন, এমনটাই দাবি করেছে বিজেপি। অবশ্য তৃণমূল অন্য কথা বলছে। মুখ্যমন্ত্রীর কথার ব্যাখা দিতে তৃণমূলের তরফে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও বলেননি মহাভারত কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। তিনি কাজী নজরুল ইসলামের লেখার কথা বলতে বলতে হঠাৎ মহাভারতের কথায় যান। তাই আপাতভাবে মনে হয়েছে তিনি বলেন মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন। তবে আদতে তা নয়।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img