23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জলে হাবুডুবু খাচ্ছে জি-২০ এর মঞ্চ , মোদির বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ তৃণমূল সাংসদের

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার পর রবিবার শেষ হয়েছে আন্তর্জাতিক জি-২০ সম্মেলন। এই সম্মেলন উপলক্ষ্যে দিল্লিতে এসেছিলেন প্রায় ২০ টিরও বেশি তাবড় দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের উদ্যেশে দিল্লিকে কার্যত কনের সাজে সাজানো হয়েছিল। যে দেখে ধন্য ধন্য করেছে বিদেশি প্রতিনিধিরা। কিন্তু এ যে সেই প্রদীপের নীচে অন্ধকার। সম্মেলনে শেষ হতেই বিস্ফোরক দাবি তুললেন তৃণমূল সাংসদ।

    এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে একটি ভিডিও পোস্ট করে লেখেন,’ এই হলো ভারত মণ্ডপমে। এখানেই অনুষ্ঠিত হচ্ছে জি-২০ সম্মেলন। প্রায় ১ হাজার কোটি টাকাও বেশি খরচ হয়েছে এই সম্মেলনের আয়োজনে। আর সেই সম্মেলনের মঞ্চ জলে ডুবে। ভাবতে পারছেন? এই হলো বিজেপি সরকারের আসল রূপ। এখানেও দুর্নীতি’।

    এরপর আরও ছবি পোস্ট করে সাকেত গোখলে লেখেন,’ ১ বা ২ নয় , চার হাজার কোটি টাকা খরচ করার পর এই হল পরিস্থিতি। জি-২০ নামে খরচ করা ৪ হাজার কোটি টাকার কত টাকা আত্মসাৎ করেছেন মোদি সরকার?’ এরআগেও শনিবার রাতে জি-২০ জন্য রাষ্ট্রপতি বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন। সেই নৈশভোজের থালায় অশোকস্থম্ভের প্রতীক দেখা গিয়েছিল। যাকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেদিনও তৃণমূল সাংসদ দাবি করেছিলেন , মোদি সরকার জাতীয় প্রতীকের অবমাননা করছেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img