নিজস্ব প্রতিনিধি , অমরাবতী – ৩৭৮ কোটি টাকার দুর্নীতি মামলায় গত শনিবার ভোররাতে গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এরপর পূর্ব গোদাবরী জেলায় তার ছেলে নারা লোকেশকেও আটক করে পুলিশ। আদালতে পাশের পর চন্দ্রবাবু নায়ডুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আজ সকালে তাকে বিজয়ওয়ারা জেলে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে আজ সকাল থেকে রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তেলুগু দেশম পার্টির দলীয় কর্মীরা।
সূত্রের খবর , এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় নায়ডুর দল তেলুগু দেশম পার্টির কর্মীরা। তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পরে তেলুগু দেশম পার্টির কর্মীরা। রাজ্যজুড়ে বনধের ডাকও দিয়েছেন তারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে আটক করা হয়েছে।
এপ্রসঙ্গে অন্ধ্রপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিজি শঙ্খব্রত বাগচী জানান, ‘আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পরিস্থিতি বিচার করে স্থানীয় প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি’।