23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এক তরফা সিদ্ধান্ত , রাজ্যপালের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল ছাত্র পরিষদ

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রাজ্য রাজ্যপালের সংঘাতে তোলপাড় রাজ্য। আর এর মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে পথে নামতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূলের ছাত্র সংগঠন। সোমবার ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত পাঁচদিন ব্যাপী রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে টিএমসিপি।

    শিক্ষা ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের একাধিক বিষয়ে সংঘাত দেখা দিয়েছে ৷সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপাল যা করছেন তা বন্ধ না করলে রাজভবনের সামনে ধর্নায় বসবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরে রাজ্যপালের ‘এক তরফা সিদ্ধান্তের’ বিরুদ্ধে তৃণমূল পরিষদের পক্ষ থেকে রাজভবনের বাইরে বিক্ষোভ দেখানো হয়।

    আর এবার রাজ্যজুড়ে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের প্রায় ২৩ টি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করবে শাসক শিবিরের ছাত্র সংগঠন।সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়  ছাত্র পরিষদের বিশেষ কর্মসূচি রয়েছে। আবার মঙ্গলবার কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে।

    প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বভারতী, আলিয়া এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও বৃহস্পতি এবং শুক্রবার বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র পরিষদ।এই তৃণমূলের ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচির পোস্টারে লেখা হয়েছে— ‘‘রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে, বিশ্ববিদ্যালয়গুলিকে সচল রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে অবস্থান বিক্ষোভ।’’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img