নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আগামী ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক। আর সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে। এই কথা নিজেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেকের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গণতন্ত্রে কোনও দলের সঙ্গে রফা হতে পারে, আবার না-ও হতে পারে। অভিষেক হয়রানি এবং হেনস্থা করা হচ্ছে। আমি ৩৪ বছর রাজত্ব করার পরও সিপিএমের সিএম বা কোনও মন্ত্রীকে টাচ করিনি। ওদেরও কাউকে টাচ করিনি। এটাই গণতন্ত্রের সৌজন্য।’
এরপরেই তিনি জানিয়েছেন,’ এটা রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে। কোনও কোনও দলের সঙ্গে কোনও কোনও দল একমত হয়, কারও কারও সঙ্গে হয় না। আজ একটা সরকার ক্ষমতায় আছে, তারা করছে। কাল অন্য কেউ সরকারে আসবে তারাও করবে। আমি মনে করি এমনটা করা উচিত নয়। অভিষেককে সবসময় ডিসটার্ব করা হয়, হয়রান করা হয়। তাই ওকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয়। ওরা যুব নেতৃত্বকে উঠতে দেখলেই এরকম করে। এটা করা উচিত নয়। অভিযোগ এলেই তদন্ত করুন। না-হলে ব্যুমেরাং হতে পারে।’