23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    যাদবপুর কান্ডে ধৃত সত্যব্রত রায়ের উপর হামলা , তীব্র উত্তপ্ত আলিপুর আদালত চত্বর

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুর কান্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ১২ জন। আর এদিন তাদের আলিপুর আদালতে পেশ করার সময় ধৃত এক পড়ুয়াকে আদালত চত্বরে চড় মারার অভিযোগ উঠল এক আইনজীবীর বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে আদালত চত্বরে।

    গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পরে গিয়েছিলেন প্রথম বর্ষের এক ছাত্র। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে। অভিযোগ র‍্যাগিং করা হয়েছিল ওই ছাত্রের ওপর।

    এরপর সেই মামলায় সম্প্রতি পকসো ধারা যোগ করেছে পুলিশ। আর ধৃতদের সোমবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। আর তখনই মূল গেট দিয়ে তাদের আদালতের ভিতরে নিয়ে যাওয়ার সময় এক মহিলা আইনজীবীকে ধৃত সত্যব্রত রায়ের জামা টেনে পিঠে চড়-চাপড় মারতে দেখা গেছে। আদালত চত্বরের মধ্যে এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

    জানা গেছে,যে আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তার নাম রমা ঘোষ। এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘এখন আমার বয়স ৭২। পুলিশ তো ওকে জামাই আদরে গার্ড দিয়ে নিয়ে গিয়েছে। একটু ফাঁক পেলেই ওকে মাটিতে ফেলে ওর গলায় পা তুলে দিতাম। ওর গলার নলি টিপে ধরতাম।’’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img