নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – সম্প্রতি ধুপগুড়িতে বিধানসভা আসনের উপ নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে তৃণমুল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা শহরের মর্যাদা প্রদান করা হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অভিষেক বন্দোপাধ্যায়ের সেই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই উপনির্বাচনে তৃণমুল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করে ধূপগুড়ির মানুষ। আর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হল।
এবার সদ্য জয়ী বিধায়কের বিধান সভায় সদস্য রূপে শপথ নেওয়ার আগেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন বানারহাট এবং ধূপগুড়ি মিলে নতুন মহকুমা তৈরির কাজ প্রায় সমাপ্ত। এবার থেকে ধূপগুড়িও পরিচিত হবে মহকুমা হিসেবে।
এই ঘোষণা মাত্রই আনন্দ উচ্ছাসে মেতে ওঠে ধূপগুড়ির আপামোড় জনসাধারণ। আতসবাজি, রোশনাইয়ে যেন আজই পালিত হয়ে যায় দীপাবলি। চলে মিষ্টিমুখের পালা। যদিও বিরোধীরা এই বিষয়কে গুরুত্ব দিতে নারাজ। এগুলো সব নেত্রীর লোকদেখানো বলেই দাবি করেন তারা।