সংবাদদাতা :- কুন্তল মন্ডল , বোলপুর প্রতিবছরের মতো বীরভূম জেলায় খাদি মেলা শুরু হলো বোলপুরে । খাদি মেলার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ,বোলপুর ডাকবাংলো ময়দানে প্রদীপ উজ্জলন ও গান্ধীজির মূর্তিতে মাল্য দান করে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ সূচনা হয় , রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা এই মেলায় এসেছেন তাদের শিল্পজাত দ্রব্য এর পসরা সাজিয়ে, মেলায় রয়েছে মালদার তুলাই পুঞ্জি চাল, নদিয়ার পিঠাপুলি, কাশ্মীর এর লেদার, বীরভূম আর কাঁথা স্টিচ, এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের গ্রামীণ শিল্পীদের নানান শিল্প সামগ্রী, এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ কিভাবে চরকায় সুতো কেটে কাপড় বোনা হয় তার প্রদশনি ,এই মেলা চলবে ২১ শে জানুয়ারি পর্যন্ত, উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ খাদি গ্রামীণ শিল্প পর্ষদ এর সভাপতি কল্লোল খাঁ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্না ঘোষ, পশ্চিমবঙ্গ খাদিগ্রামীণ শিল্প পর্ষদ এর মূর্খনির্বাহী আধিকারিক নিমাই চাঁদ হালদার, ফিনান্সিয়াল এডভাইজার পবির কুমার ঘটক ,বীরভূম জেলা আধিকারিক গোপালকৃষ্ণ বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
Copyright © 2024 News Vision Bangla | All rights reserved. Design by - Digital Mitroo