23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পিসিবিএল কলোনিতে পুষ্প প্রদর্শনী

    নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- প্রতি বছরের মত এই বছরেও পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে পিসিবিএল কলোনিতে। মূলত ওই আবাসনে থাকা মহিলারা উদ্যোগে নিয়েই এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করে আসছেন । উদ্যোগ তারা বেশ কয়েক বছর ধরে। প্রতি বছর শীতকালে নানান রঙিন ফুলে সেজে ওঠে পিসিবিএল কলোনি। চন্দ্রমল্লিকা, ডালিয়া সহ নানান শীতকালীন ফুলের সম্ভার দেখা যায়। থাকে নানান অচেনা ফুলও। প্রকৃতির রঙের সেজে ওঠে গোটা কলোনি। মূলত সবুজায়নের বার্তা দিতে এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছিল। যেখানে সংস্থাটিও সার্বিকভাবে কলোনির গৃহিণীদের উৎসাহিত করে। যে কারণে বাগান তৈরি বা পরিচর্যায় যারা সেরা স্থান পান তাঁদের সার্টিফিকেট সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।

    PSX 20240208 131853

    নানারকম ফুল ছাড়াও থাকে সবজির বাহার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বনদপ্তর এর আধিকারিক অনুপম খান সহ পিসিবিএল কারখানার বিশিষ্ট আধিকারিকেরা।উদ্যোক্তারা জানিয়েছেন, পিসিবিএল কলোনিতে মূলত সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের বসবাস। তাঁরা সকাল সকাল অফিসে চলে যান। তাই বাড়িতে সময় কাটানোর জন্য গৃহিণীরা উদ্যোগ নিয়ে শীতকাল জুড়ে ফুলের গাছগুলিকে বড় করে তোলেন। এই ভাবেই তাঁদের সময় অতিবাহিত হয়। নিজেদের উদ্যোগে পরিশ্রম করে এলাকাটি তাঁরা সাজিয়ে তোলেন। আর যখন সমস্ত গাছগুলি ফুলের সেজে ওঠে, তখন ব্যবস্থা করা হয় এই পুষ্প প্রদর্শনীর। এবছরও তেমনটাই করা হয়েছে।

    PSX 20240208 131908

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img